ঈদের শুভেচ্ছা জানিয়ে ট্রোলড হলেন নুসরত, ধেয়ে এল কুরুচিপূর্ণ মন্তব্য
গতকাল ছিল পবিত্র ঈদ ও অক্ষয় তৃতীয়া। এই বিশেষ দিনে সকলকে ঈদের শুভেচ্ছা জানান অভিনেত্রী নুসরত জাহান। তবে ঈদের শুভেচ্ছা জানিয়েও ট্রোল হতে হল তাকে।নুসরতএক ভিডিও বার্তায় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে নুসরত বলেন, সবাইকে আমার তরফ থেকে ইদ মুবারক। সর্বশক্তিমান যেন আপনার ও আপনার পরিবারকে কাঙ্খিত আশীর্বাদ দেন। আপনার জীবনে খুশি এবং সমৃদ্ধিতে ভরে যাক। আনন্দের ও শান্তিপূর্ণ ইদের শুভেচ্ছা।শুভেচ্ছা জানানোর পর কমেন্ট বক্সে অনেকে কুরুচিপূর্ণ কমেন্ট করেছেন। তিনি হিন্দু না মুসলিম সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। স্তনের ওপর ট্যাটু দেখাতে হবে! এরকম প্রশ্নও করা হয়। ঈদের শুভেচ্ছা ইংরাজী ভাষায় জানানোয় কেউ কেউ আবার বাংলা জানেন কি না সেটা নিয়েও কমেন্ট করেছেন।

